নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৫ ইটভাটা মালিককে ৮ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি ২০২৪ খ্রি.) সকাল থেকে বিকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে ৫টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইনে চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর মাঠের সুপার ব্রিকসের মালিক আফতাব হোসেনকে এক লক্ষ ৫০ হাজার টাকা, গহেরপুর গ্রামের জেবিএম ব্রিকসের মালিক মুকুল হোসেনকে দুই লক্ষ ২০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামের এমএসবি ব্রিকসের মালিক আনিছ খনিকে এক লক্ষ ৯০ হাজার টাকা, একই উপজেলার ঘোষবিলা গ্রামের ভিভিবি ব্রিকসের মালিক ছাবদুল হোসেনকে এক লক্ষ ৯০ হাজার টাকা এবং যমুনা ঘাটের জে. বস ব্রিকসের মালিক শইদুল ইসলামকে এক লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার, সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস, গাড়িচালক নোয়াব আলীসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।