নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে। শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪ ঘটিকার টার সময় দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৮/৮-আর হতে আনুমানিক ২'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর পাঁকা রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তরগত সুলতানপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার নাস্তিপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে, পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক সুলতানপুর বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৭৮/৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর পাঁকা রাস্তার মোড় এলাকায় এ্যাম্বুশ নেয়। এসময় বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যাক্তি বাইসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবি সশস্ত্র উহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত ব্যক্তি ঝাঝাডাঙ্গা গ্রামের মুজিবর মন্ডলের ছেলে আল মামুন মন্ডল (২৮) জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরের কোমরের সাথে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম (১০০ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। পরবরতীতে বিজিবি সশস্ত্র টহলদলের সদস্যগণ বর্ণিত চোরাকারবারীর হেফাজতে থাকা ১ টি মোবাইল ফোন এবং বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়। এ বিষয়ে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চূয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কারযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫