নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়েছে জেল করা হয়েছে জরিমানা। সূত্রে জানাগেছে, সোমবার (১১ ই মার্চ) বিকাল ৪ ঘটিকার সময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা,সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো:আবুল বাশার (৪৮), পিতা মৃত্যু আব্দুর রাজ্জাক, গ্রাম শেখপাড়া থানা: চুয়াডাঙ্গা জেলা: চুয়াডাঙ্গা কে সদর থানাধীন একাডেমির মোড় আলমডাঙ্গা রোড অনিক স্টোরের সামনে হইতে আসামির দেহ তল্লাশি করে ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন সহ গ্রেফতার করা হয় উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২'শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে সাড়ে ঘটিকার সময় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন সদর থানাধীন একাডেমির মোড় আলমডাঙ্গা রোড অনিক স্টোরের সামনে এসময় আটক করা হয় চুয়াডাঙ্গা জিনতলা পাড়ার বড় বুড়োর ছেলে রনি কে (২৬) তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১'শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫