নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় ইট ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিনারুল (১৮) নামে এক ইট ভাটা লেবারের মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত মিনারুল দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের (নতুন পাড়ার) সার্তক এর ছেলে। এলাকাবাসী সূত্রে জনাগেছে , বুধবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে সুপার ভাটা থেকে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিল। এসময় সুপার ইট ভাটার ২'শ গজ অদুরে পৌছালে ট্রাক্টর চালক দক্ষিন চাঁদপুর গ্রামের ফিনু নামের ঐ চালকের কাছ থেকে পার হয়ে চলন্ত গাড়িতে ট্রলিতে উঠতে যায়। এ সময় অসাবধানতাবশত মিনারুলের পা ফসকে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। এতে তার শরীলের উপর দিয়ে ট্রাক্টর চলে গেলে সাথে সাথে তার বায়ু পথ দিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলে যুবক মিনারুল নিহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে। নিহত মিনারুলের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে আছে বলে জানাযায়। মিনারুলের অকাল মৃত্যুতে তার পরিবারসহ ঐ গ্রামে নেমে এসেছে শোকের মাতম। এ ঘটনায় দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ষটি আমি শুনেছি তবে অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে ভাটা মালিকসহ ড্রাইভারের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫