নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় দিনমজুরের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বশির আলী (৫০) নামের এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ই মার্চ সকাল ১০ ঘটিকার সময় দর্শনা থানাধীন পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা উত্তরপাড়া গ্রামস্থ খালিদ হোসেন এর বাড়ির ছাদের উপর এঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানাগেছে, উপচেলার মদনা গ্রামের আফসার আলীর ছেলে বশির আলী (৫০) একই গ্রামের উত্তরপাড়া গ্রামস্থ ইলার উদ্দিন মোল্লার ছেলে খালিদ মোল্লার বাড়ির ছাদের উপর ভুট্টা শুকানো দিনমজুরের কাজ করছিলো। এসময় বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে দুর্ঘটনাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশেপাশের ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া মারিস পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত বশিরের লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫