নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়া গ্রামস্থ আটককৃতদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতদের শয়ন কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১৯৫ বোতল ফেনসিডিল। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই মোহাঃ সোহেল রানা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়া গ্রামস্থ রকিম মিয়ার ছেলে রিপন মিয়া (২৯) এবং মসলেম মিয়ার রকিম মিয়ার (৫০) বাড়িতে। এসময় তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা এবং আটককৃতদের দেওয়া তথ্য মতে ১নং আসামীর শয়ন কক্ষের খাটের নিচ হতে ১৫০ বোতল এবং ২নং আসামীর শয়ন কক্ষের খাটের নিচ হতে ৪৫ বোতল, সর্ব মোট ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান ৩ লক্ষ ৯০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।