নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ২৫ শে মার্চ, গণহত্যা দিবস ২০২৪ ইং পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টায় কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শ্রী সম্ভুচরণ মজুমদার। অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষকদ্বয় মোঃ মজিবুর রহমান ও মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ সুরুজ্জামান সরকার, শ্রী রতন কুমার ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া পাঠ করা হয়। এ সময় অন্যান্য শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫