মোঃ জাহাঙ্গীর আলম : টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাফর আহম্মদের পরিচালনায় রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদিন। বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ সমন্বয়কারী মোঃ মাহবুব উল আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান মোসাঃ সালমা আক্তার , দিবা শাখার সহকারী প্রধান মাহাবুব আলম, আবুল হোসেন শেখ, মাওঃ নুরুজ্জামান, শেফালী আক্তার, সিনিয়র শিক্ষক প্রভাষক লতিফা ফারবিন, শাহিদা খানম হীরা, অভিভাবক প্রতিনিধি ফারজানা আক্তার লিজা,আব্দুল আওয়াল,জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মাও জাহাঙ্গীর আলম, সুরুজ আল মামুন, মোঃ শাহ আলম, ছানা উল্লাহ, আমিনুল ইসলাম, আনিসুল রহমান সরকার, আবিদ আনোয়ার, আবুল কালাম আজাদ, আফরোজা আক্তার, আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া বলেন মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ বাঙালির জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে। মাথাপিছু আয়, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন, বেসরকারি খাতে বিনিয়োগ ও দেশজ উৎপাদন, বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবহার এবং সম্পদ উৎপাদন ও আহরণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। সেই দিনটি এখনও প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও তিনি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫