নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিডি ক্লিন। গাজীপুর বিডি ক্লিন এর উদ্যোগে (২৯ মার্চ ) শুক্রবার বিকাল ৩ টায় মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা সহ-সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে আলোচনা করেন শ্রীপুর বিডি ক্লিন এর উপ-সমন্বয়ক রাহাত হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার আলম হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লা ইকবাল, মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য জামিল হোসেন, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলের সচিব মোঃ সজীব হোসেন সহ সুধী বৃন্দ ও বিডি ক্লিন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে গাছের চারা উপহার দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫