নিজস্ব প্রতিবেদক :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামে পুকুরের পানিতে ডুবে মালিহা (৮) নামে তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১লা এপ্রিল) দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে। মালিহা দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামের মিজানুর রহমানের কন্যা। পারিবারিক সূত্রে জানাগেছে, সোমবার বেলা সারে ১১টার দিকে মালিহা খাতুন নিজ এলাকার তার পাশের বাড়ির রেজাউলের পুকুরে গোসল করতে যায়। পরে শিশু মালিহার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার সময় এলাকার লোকজন ঐ পুকুরে গোসল করতে গেলে, শিশু মালিহার লাশ ভেসে ওঠে পুকুরের কিনারায়। স্থানীয়রা দ্রুত পানি থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। মালিহার বাবা মিজানুর রহমান হৃদয়বিদারক কন্ঠে বলেন আমার মেয়ে মালিহা ২০ টি রোজা করেছে আজকে ২১ রোজা আজকেও রোজা ছিল আমার মেয়ে।দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫