নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিস পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক কারবারি আটক করেছে ।মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন দিন্নাতপুর টু মাখালডাঙ্গা মাঠের মধ্যে জনৈক খোদাবক্সের জমির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই মোঃ ওহিদুল ইসলাম, বিপিএম, এএসআই মোঃ আবু আল-ইমরান, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই সাদিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। চুয়াডাঙ্গা সদর থানাধীন দিন্নাতপুর টু মাখালডাঙ্গা মাঠের মধ্যে জনৈক খোদাবক্সের জমির সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় দর্শনা হাজী পাড়ার মৃত্যু আবু বাক্কার ছেলে মোঃ মনির কে(২৪) গ্রেফতার আসামীর হেফাজত হতে উদ্ধার করা হয় ৪০০০ (চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানাগেছে ।