কালিমুল্লাহ ইকবাল : বিশিষ্ট সাংবাদিক গাজী খলিলের মমতাময়ী মা আজ ৯.১৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইনতিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন। মৃত্যুর সময় মরহুমার বয়স ছিল ৯০ বছর। তিনি মৃত্যুর সময় ৯ ছেলে, ৪ মেয়ে, পুত্র বধু, জামাই, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁকে আজ বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় জানাজা শেষে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পুর্বচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক বার্তা দিয়ে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি, গাজীপুর -২ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর মেয়র মোসম্মৎ জায়েদা খাতুন, বি এন পির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাউক চেয়ারম্যান আলহাজ্ব আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোহাঃ জামাল উদদীন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ খায়রুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান নাজিম, হাইমচর উপজেলা চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটোয়ারী, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, হাইমচর উপজেলা বি এন পির সভাপতি মোঃ আমিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক, সাধারন সম্পাদক মোঃ সাহেদ হোসেন দীপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, মরহুমা একজন নিবেদিত পরোপকারী ত্যাগী মহীয়সী নারী ছিলেন। তিনি আমৃত্যু ইসলামের উপর অবিচল ছিলেন। তাঁরা আরো বলেন, মরহুমার ভুল ত্রুটি গুলো মহান দয়াময় আল্লাহ মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। উল্লেখ্য, মরহুমা মরহুম মাওলানা আব্দুল মজিদ চাঁদপুরীর সহধর্মিণী ছিলেন।