নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের নাটমন্দির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এমএ বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, গাজীপুর মেট্রো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী মোঃ মসুদ রানা এরশাদ, মোঃ শাহজাহান তপন, দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল একটি অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।