নিজস্ব প্রতিবেদক : দামুড়হুদায় পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানের যাত্রী দেলোয়ারা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে । সে উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের আব্দুল আজিজ শাহ'র স্ত্রী । শনিবার রাত সাড়ে ১০ টার সময় ঢাকা নেবার পথে তিনি পথেমধ্যে মারাযান। নিহতের পরিবার ও ছোট ভাই আবু সাইদ জানান, শনিবার (২০ এপ্রিল) কার্পাসডাঙ্গার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাখিভ্যান যোগে উপজেলার ধান্যঘরা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আলাল উদ্দিনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের অপর ছিটকে পড়ে পা ও মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাবার সময় পতিমধ্যেই ঝিনাইদহ পার হবার পর পরই তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই আবু সাইদ বলেন, আমরা দর্শনা থানায় লিখিত দিয়েছি আমাদের কোন অভিযোগ নেই। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পুলিশ বাদী হয়ে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫