নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ঢাকা বিভাগের সরকারী শিশু পরিবারসহ বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নিবাসী শিশুদের নিয়ে ২ দিন ব্যাপী ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হওয়া দুই দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরদিন শনিবার বিকেল সাড়ে ৩টায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫৪ টি ইভেন্টে ঢাকা বিভাগের ১৩ জেলার ২৬টি আবাসিক প্রতিষ্ঠানের এক হাজার ১৭১ জন শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনি। এ সময় তিনি বলেন, আমাদের শিশুরা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয়ের অধীনে ছোটমণি নিবাস, সরকারি শিশু পরিবারসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যত প্রয়াস, সেগুলোকে সার্থক ও সফলভাবে প্রয়োগ করতে হবে। তারা সমাজের সমান অংশীদার মানুষ হবে এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে। বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে তারা আত্মনিয়োগ করবে এবং সেই সোনার বাংলা গড়ার কারিগর হবে।পাশাপাশি, ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্যও আমরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করব। তারাও পিছিয়ে থাকবে না। তাদেরও শারীরিক-মানসিক বিকাশের জন্য এই আয়োজনগুলো নিয়মিতভাবে করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা মঞ্চে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫