জাহাঙ্গীর আলম : বৈশাখের প্রখর তাপদাহে যখন সারা দেশে ৪২/৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তখন ক্লান্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ মুক্তা ড্রিংকিং ওয়াটার বিতরণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এই তীব্র গরমে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তীব্র তাপদাহ হতে খানিকটা স্বস্তির লক্ষ্যে পথচারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে দেশ সেরা মুক্তা ড্রিংকিং ওয়াটার বিতরণ করা হয়েছে। (২৩ এপ্রিল) মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সম্মানিত সচিব মোঃ খায়রুল আলম সেখ মহোদয়ের নির্দেশনায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,মৈত্রী শিল্পের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকা শহরের বঙ্গবন্ধু এভিনিউ, মহাখালী,মিরপুর, ফার্মগেট ও উত্তরা এলাকায় তীব্র গরমের মধ্যে পথচারীদের তৃষ্ণা নিবারণের জন্য এসব পানি বিতরণ করা হয়। কর্মকর্তারা বলেন, তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা জনগণের সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি।শ্রমজীবী ও সাধারণ মানুষের মধ্যে দেশ সেরা বিশুদ্ধ মুক্তা পানি বিতরণ করা হয়েছে। এই কাজ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগাবে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আমাদের এই ড্রিংকিং মুক্তা পানি এক নতুন আস্থা তৈরি করেছে। এ সময় উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. সেলিম খান, কারখানার ব্যবস্থাপক মো.মহসীন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস আহমেদ, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, আইসিটি অফিসার রাকিবুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান প্রমুখ।