রিজস্ব প্রতিবেদক : চৌত্র ও বৈশাখের তীব্র খরায় মানুষেরর জননজীবনন যখন অতিষ্ট ,উপায়ান্তর না পেয়ে আল্লাহর দরবারে পানি চেয়ে বিশেষ নামাজ আদায় করে চুয়াডাঙ্গাবাসি । টানা ১৩ দিনের তীব্র ও অতি তীব্র তাপদাহের মাঝে চুয়াডাঙ্গায় অবশেষে স্বস্তির বৃষ্টি মেলে । মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এই ঝড় বৃষ্টি।এসময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৬ মিলিমিটার। তবে জায়গা ভেদে বৃষ্টির পরিমাণ কম বেশি ছিলো। একটানা ১৩ দিন তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের পর মধ্য রাতের বৃষ্টি ও শীতল বাতাস জনমনে স্বস্তি আনে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ।