নিজস্ব প্রতিবেদক : দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলী মুনছুর বাবুর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।প্রতিক বরাদ্দের পর দর্শনা পৌর ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকালে দর্শনা বঙ্গবন্ধু চত্ত্বরের দলীয় পার্টি অফিসে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলী মুনছুর বাবু নির্বাচনী অফিস উদ্বোধন করনে এবং দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগে সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলী সভাপতিত্বে দর্শনা পৌর আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুসহ উপজেলার সকল নেতাকর্মীরা । এসময় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী আলী মুনছুর বাবু বলেন, বিগত ৫ বছর আগে আমি এই দামুড়হুদা উপজেলা পরিষদে আনারস প্রতীক নিয়ে ভোটে নির্বাচিত হয়েছিলাম। এ বছরও এই দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি আমার বিগত ৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিবেচনা করে ভোটাররা এবারও আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হতে পারলে দামুড়হুদা উপজেলাকে স্বপ্নের আধুনিক উপজেলা গড়ে তুলব ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫