নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান বন বিভাগের কর্মকর্তারা। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে দেখতে পাই, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এই কর্মকর্তা বলেন, ইতিমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে এসেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবে। তখন হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হাতির মৃত্যুর পর এখানে এনে ফেলে যাওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫