নিজস্ব প্রতিবেদক : শনিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংবাদ পরিষদ (জেএসপি) এর এক সভা কেন্দ্রীয় কার্যালয় ঢাকাস্থ কারওয়ান বাজারের সকালের সময় পত্রিকার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৪০ জন সম্পাদক ও প্রকাশক উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় মো. নূর হাকিমকে সভাপতি ও মো. ইদ্রিস আলি নান্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এস. শাহাজাহান আলী গোলদার ও মোস্তফা হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন টিপু ও মনোয়ার হোসেন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক অয়ন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মহিবুল হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদিজা আক্তার, আইন বিষয়ক সম্পাদক এম এইচ মোতালেব খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহিউদ্দিন ফারুকীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে সংবাদ পত্রের সংকট নিরসনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কমিটির সকল সদস্য জনগণের পক্ষে উন্নত রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সুখী, সমৃদ্ধ জাতি গঠনে একমত পোষণ করেন। সভা শেষে আইসিটি আইনের উপর শাহাজাহান আলী গোলদার সম্পাদিত বইয়ের মোড়ক উম্মোচন করেন জেএসপি’র নবনির্বাচিত সভাপতি মো. নূর হাকিম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫