জাহাঙ্গীর আলম : প্রবাহমান তাপদাহ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে দিচ্ছে। প্রকৃতির এমন একটানা বৈরী আচরণ অভাবনীয়। কেবল দিবাভাগে নয়, অহর্নিশি অস্বস্তিকর প্রহর কাটাচ্ছেন মানুষ। তীব্র তাপদাহ হতে খানিকটা স্বস্তির লক্ষ্যে পথচারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দ্বিতীয় দিনে বিনামূল্যে দেশ সেরা মুক্তা ড্রিংকিং ওয়াটার বিতরণ করা হয়েছে। (২৪ এপ্রিল) বুধবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সচিব মো.খায়রুল আলম সেখ এর নির্দেশনায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,মৈত্রী শিল্পের উদ্যোগে দ্বিতীয় দিনে রাজধানীর টঙ্গী, উত্তরা, এয়ারপোর্ট, খিলখেত ,বাড্ডা,গুলশান,মহাখালী ,ফার্মগেট ও গুলিস্থানের বিভিন্ন স্পটে কয়েক হাজার পথচারীদের মাঝে বিনামূল্যে মুক্তা পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কারখানার ব্যবস্থাপক মো.মহসীন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস আহমেদ, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. আব্দুল আজিজ, আইসিটি অফিসার রাকিবুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, ওয়াটার প্লান্ট সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, স্টোর অফিসার হাফিজুর রহমান প্রমুখ।