নিজস্ব প্রতিবেদক : দর্শনায় মায়ের সাথে নদীর পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৫ বছর বয়সী রিয়া মনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ এপ্রিল বুধবার দুপুর ২ টার দিকে এঘটনা ঘটে। জানাগেছে, দর্শনা জয়নগর গ্রামের কেসমত আলির ৫ বছর বয়সী শিশু কন্যা রিয়া মনি তার মায়ের সঙ্গে গোসল করতে বাড়ির পার্শ্বববর্তী মাথাভাঙ্গা নদীতে যায়। শিশু রিয়া মনি তার মায়ের সঙ্গে নদীর পানিতে গোসল করার একপর্যায়ে নিখোঁজ হয়। তার মায়ের চিৎকারে লোকজন ছুটে এসে পানির মধ্যে খোঁজাখুজি করে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। এসময় হাসপাতালের চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা শেষে গুরুত্বর আহত শিশু রিয়া মনিকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫