জাহাঙ্গীর আলম : প্রবাহমান তাপদাহ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে দিচ্ছে। প্রকৃতির এমন একটানা বৈরী আচরণ অভাবনীয়। কেবল দিবাভাগে নয়, অহর্নিশি অস্বস্তিকর প্রহর কাটাচ্ছেন মানুষ। তীব্র তাপদাহ হতে খানিকটা স্বস্তির লক্ষ্যে পথচারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে দেশ সেরা মুক্তা ড্রিংকিং ওয়াটার বিতরণ করা হয়েছে। (২৫ এপ্রিল) বৃহস্পতি বার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সচিব মো.খায়রুল আলম সেখ নির্দেশনায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,মৈত্রী শিল্পের উদ্যোগে তৃতীয় দিনে গাজীপুর মহানগরের টঙ্গীসহ বিভিন্ন স্পটে কয়েক হাজার পথচারীদের মাঝে মুক্তা পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কারখানার ব্যবস্থাপক মো.মহসীন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস আহমেদ, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. আব্দুল আজিজ, আইটি অফিসার রাকিবুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, চাঁদ মিয়া আকাশ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শাওন মেহনেওয়াজ, অডিট অফিসার মোহাম্মদ ওয়াসিউর রহমান,ওয়াটার প্লান্ট সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, স্টোর অফিসার হাফিজুর রহমান, মোঃ মতিউর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫