নিজস্ব প্রতিবেদক : আবারো গাজীপুরে এসএসসি’র ফলাফল সেরা অবস্থানে রয়েছে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ । ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ থেকে ৭০৭ জন ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০৭ জন ছাত্র ছাত্রী ই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন, পাশের হার ১০০%। এছাড়াও টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে জেনারেল শাখায় ৪১৫ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪০৪ জন।জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন।পাশের হার ৯৭.৩৫% ভোকেশনাল শাখায় ১১৩ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ১১০জন। জিপিএ-৫ পেয়েছে ১০জন। পাশের হার ৯৭.৩৫%। টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ থেকে ৫০১ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ৪৬১ জন। জিপিএ -৫ পেয়েছে ৫৩ জন,পাশের হার ৯২.০২%। সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ থেকে ১৯৮ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ১৯৩ জন,জিপিএ-৫ পেয়েছে ৩৮জন।পাশের হার ৯৭.৪৭%। কোনাবাড়ি আরিফ কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৭৬ জন ছাত্র ছাত্রী, পাস করেছে ৪৭০ জন,জিপিএ-৫ পেয়েছে ২৩৪ জন,পাসের হার ৯৮.৭৪ %। রাজেন্দ্রপুর কেন্টেরমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২৬৭ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ২৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩০ জন,পাশের হার ১০০%। জয়দেবপুর রানী বিলাস মনি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৫৮ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ৩৫২ জন।জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন।পাসের হার ৯৮.৩২%। জয়দেবপুর রানী বিলাস মনি বালক উচ্চ বিদ্যালয় থেকে ৩৫৮ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ৩৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন।পাশের হার ৯৮.৩২%। গাজীপুর ধান গবেষণা উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ১৩২ জন। জিপিএ -৫ পেয়েছে ৬০ জন।পাশের হার ১০০%। টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ২৬৩ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ২৪৫ জন।জিপিএ -৫ পেয়েছে ২৯ জন।পাশের হার ৯৩.১৬%। আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ১৭১ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।পাশের হার ৫৫.৫৬%। সাতাইশ স্কুল এন্ড কলেজ থেকে ১৮০ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে পাশ করেছে ১৭২ জন।পাশের হার ৯৫.৫৬%। টি এন্ড টি কলোনী আদস্ উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ৫৭ জন ছাত্র ছাত্রী। পাশ করেছে ৪৭ জন,জিপিএ-৫ পেয়েছে ৮ জন।পাশের হার ৮২.৪৬%। শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ১৫৬ জন, পাশ করেছে ১৩১ জন।জিপিএ -৫ পেয়েছে ৯ জন,পাশের হার ৮৪%। রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ১১৫ জন,পাশ করেছে ১০২ জন, জিপিএ -৫ পেয়েছে ৫ জন,পাশের হার ৮৮.৭০%। আমজাদ আলী সরকার গালস্ স্কুল এন্ড কলেজ থেকে পরিক্ষা দিয়েছে ৫৭ জন,পাশ করেছে ৪৮ জন, জিপিএ ৫ পেয়েছে ৭ জন,পাশের হার ৮৪.২১%। কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ৩০৮ জন, পাশ করেছে ২৮১ জন,জিপিএ -৫ পেয়েছে ১৮ জন।পাশের হার ৯১.২৩%। মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ৩৬ জন,পাশ করেছে ৩৬ জন।পাশের হার ১০০%। মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ৯৯ জন,পাশ করেছে ৬৮ জন।পাশের হার ৬৮.৭৯%। নিশাত জুট মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ১০০ জন,পাশ করেছে ৮৭ জন,জিপিএ -৫ পেয়েছে ২ জন।পাশের হার ৮৮%। অলেম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ১৩৯ জন,পাশ করেছে ১২৪ জন,জিপিএ -৫ পেয়েছে ১ জন,পাশের হার ৮৯.২১ %। মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ৯৪ জন,পাশ করেছে ৮৩ জন,জিপিএ -৫ পেয়েছে ৬ জন,পাশের হার ৮৯%। কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ১৯২ জন,পাশ করেছে ১৭৬ জন,জিপিএ -৫ পেয়েছে ১৬ জন,পাশের হার ৯৩%। নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়থেকে পরিক্ষা দিয়েছে ১১৭ জন,পাশ করেছে ১১৩ জন,জিপিএ -৫ পেয়েছে ৮ জন,পাশের হার ৯৬.৫৮%। শহীদ আহসান উল্লাহ স্যার মাষ্টার উচ্চ বিদ্যালয় চানকী থেকে পরিক্ষা দিয়েছে ৬১২ জন,পাশ করেছে ৫৭৮ জন,জিপিএ -৫ পেয়েছে ৪৪ জন, পাশের হার ৯৪.৪৪%। মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ১৬ জন,পাশ করেছে ১৫ জন,পাশের হার ৯৯%। হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুল থেকে পরিক্ষা দিয়েছে ৬২ জন,পাশ করেছে ৬২ জন,জিপিএ -৫ পেয়েছে -২ জন,পাশের হার ১০০%। ধুমকেতু উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ৩১৯ জন,পাশ করেছে ২৭৮ জন,জিপিএ -৫ পেয়েছে ১৪ জন।পাশের হার ৮৮%। পাগাড় মোঃ আলী পাঠান উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়েছে ১৬৩ জন,পাশ করেছে ১০১ জন,জিপিএ -৫ পেয়েছে -১ জন,পাশের হার ৬১.৯৭%। হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুল থেকে পরিক্ষা দিয়েছে ২৬ জন,পাশ করেছে ২৬ জন,জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাশের হার ১০০%।