নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গায় দুই সন্তানের জননী রুবি খাতুনকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে একই গ্রামের যুবক আসিফ হোসেন। গতকাল রোববার ভোরে তারা দুজন পরিবারের কাউকে না জানিয়ে পালিয়ে যায়। এ বিষয় রুবি খাতুনের স্বামী আইনের আশ্রয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে জানিয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে,চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের আলামিনের ছেলে যুবক আসিফ হোসেনের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রুবি খাতুন সাথে । এরই এক পর্যায়ে গতকাল রোববার ভোরের দিকে ওই মহিলাকে নিয়ে লাপাত্তা হয় যুবক আসিফ হোসেন। ঘটনাটি স্বীকার করে ছেলের মা তার ছেলেকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন। এ বিষয়ে রুবি'র স্বামী আজিজুল ইসলাম জানান আমি আইনের আশ্রয় নিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫