টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি : টঙ্গীতে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী, নারী উদ্যোক্তা মোসাঃ পারুল খানের মরহুম পিতা মরহুম মহর খান ও মাতা সামছুন নাহারের স্মরনে স্বরন সভা, ও অসুস্থ বড় ভাই মোঃ নাসির উদ্দীন খানের সুস্থতা কামনায় করে আলোচনা সভা ও দোয়া মাহফিল খাবার বিতরণ অনুষ্ঠান শনিবার বাদ আছর টঙ্গী বাজার খানপাড়া বাইতুল আজিজ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মরহুম দের সুযোগ্য কন্যা, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ প্রভাব শালী নেত্রী, নারী উদ্যোক্তা মোসাঃ পারুল খানের সভাপতিত্বে এবং মোঃ নাদির খানের পরিচালনায় স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানপাড়া বাইতুল আজিজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ মাসুদুর করিম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খান,প্রচার সম্পাদক, গাজীপুর জেলা ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, হিসাব রক্ষক, মোস্তাক খান, জমিলা বেগম, অসুস্থ মোঃ নাসির উদ্দীন খানের সহধর্মিনী সালমা চৌধুরী, মুক্তি খান, জামিনা খান, ময়না খান, মোঃ নাজিম খান, মোঃ নাঈম খান, ব্যাবসায়ী মোঃআতাহার হোসেন, আনিসুল রহমান, নাজিম উদ্দীন খান,গোলজার খান,হাফেজ মোঃ জাকারিয়া, নাজিম উদ্দীন মুন্সি ,লাকী বিউটি পার্লারের ব্যবস্থাপনা পরিচালক লাকী জাহান, বাবু, প্রমুখ, আলোচনা সভা শেষে মরহুম মহর খান, মরহুম শামসুল নাহারের স্মরন সভা ও অসুস্থ টঙ্গী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি, প্রভাব শালী আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দীন খানের সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিলে খান বাড়ির ও আশে পাশের সকল মুরুব্বি, মরহুমের উত্তরেশ্বরী মরহুমের পরিবারবর্গ নাতি, নাতনি সহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম মহর খান, মরহুম সামছুল নাহার খান,মরহুম আজিজ খান,মরহুম প্রিন্স খান সহ খান বাড়ির সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মিলাদ মাহফিল খারার বিতরণ করা হয়েছে। উল্লেখ দোয়া মাহফিল শেষে মরহুমে সু যোগ্য কন্যা গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নারী উদ্যোক্তা মোসাঃ পারুল খান পথ পথচারী দের মাঝে ও খাবার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫