নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষাথীদের অভিভাবক দের সাথে ছাত্র ছাত্রী দের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষে মতবিনিময় সভা ৩১ মে শুক্রবার একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রভাষক বেলায়েত হোসেনের পরিচালনায় প্রভাতী ও দিবা শাখার অভিভাবক দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, কলেজ শাখার ইনচার্জ মোসাঃ মাহমুদা ইসলাম, সিনিয়র প্রভাষক মোঃ মিজানুর রহমান, সাবেক অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান, প্রভাষক মোঃ আনসার আলী, মোঃ ওমর ফারুক, মোঃ আনোয়ারুল কবির, মোঃ জান্নাতুল আকরাম, মোঃ শেখ জামাল, নাজমুল হোসাইন, খালিদ হোসাইন, ইলিয়াস উদ্দিন আকন্দ, শিপাতুল রহমান প্রমুখ।এ সময় কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ছাত্রছাত্রী দের লেখা পড়ার প্রতি মনোযোগী হওয়ার জন্য অভিভাবক দের প্রতি জোর দাবী জানান,এবং ছাত্র ছাত্রী দের সমস্যা গুলো চিহ্নিত করে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫