নিজস্ব প্রতিবেদকঃ দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন রিয়াদ হোটেল মালিকের বিরুদ্ধে খরিদ্দারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিক সহ ৩ জনের বিরুদ্ধে থানা পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, শনিবার ১ জুন দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মহানগর উত্তর সিনেমা হল পাড়ার শাহাজাহানের ছেলে মুস্তায়িনুর রহমান (৩৩) তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ভারত থেকে বাংলাদেশের দর্শনা হল্ট স্টেশনে আসছে। এমন সংবাদ পেয়ে মুস্তায়িনুর রহমানের বোন আম্বিয়া খাতুন সুবর্ণা তাদের আসার পূর্ব থেকেই দর্শনা হল্ট স্টেশনে অপেক্ষা করছিলো। এসময় দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে পৌছানো মাত্রই তাদেরকে নিয়ে বোন আম্বিয়া খাতুন সুবর্ণা হল্ট স্টেশন সংলগ্ন রিয়াদ খাবার হোটেলে খাবার খাওয়ার জন্য যায়। হোটেলে খাবার খাওয়ার একপর্যায়ে হোটেলে চলা ইলেকট্রিক সিলিং ফ্যানটি বন্ধ করে দেয় হোটেল কতৃপক্ষ । খাওয়া শেষ হতে না হতেই ফ্যান বন্ধ করা নিয়ে হোটেল কতৃপক্ষের সাথে হোটেলে খেতে আসা খরিদদারের সাথে কথাকাটাকাটি হয়। এ নিয়ে হোটেল মালিক সাব্দার হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৮) ও তুহিন (২৭) এবং হোটেল কর্মচারী রিপন হোসেন (৩০) তাদেরকে এ্যালোপাতাড়ি ভাবে চর-থাপ্পর মারা সহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ তুলে অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এবিষয়ে অভিযুক্ত তুহিন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা হোটেলে খাওয়া দাওয়া শেষে টেবিলে বসে গল্প করছিলো। এসময় হোটেল ঝাড়ু দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করার জন্য তাদের চলে যেতে বলে ফ্যান বন্ধ করে দেওয়া হয়। এসময় ক্যাশে বসে থাকা আমার পিতাকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করলে তাদেরকে হোটেল থেকে বের হয়ে যেতে বলা হয়।