নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সূধী সমাবেশ বিদ্যালয়ের প্রাঙ্গনে জাহিদ আহসান রাসেল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসন থেকে বার বার নির্বাচিত সাংসদ সদস্য,সাবেক যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এড আমজাদ হোসেন বাবুল, শিল্প বানিজ্য বিষয়ক বজলুর রহমান বাছির,সদস্য এড আব্দুল হাদী শামীম, আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন, গাজীপুর মহানগর মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মোঃ শওগত আলী,গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাঃ ফাহিমা আক্তার হোসেনা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবু,মোঃ মজিবুর রহমান প্রমুখ। সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন বর্তমান সরকারের আমলে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। উন্নত পরিবেশে লেখাপড়ার জন্য বিল্ডিং নির্মাণ করে দিচ্ছে। এর আগের কোন সরকার এভাবে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিতে পারেনি।তিনি আরও বলেন, শুধু স্কুলে নয়, মাদ্রাসার শিক্ষার্থীদেরও বই দেওয়া হচ্ছে। সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে জাতিকে শিক্ষিত করতে হবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবে না। মুখস্ত বিদ্যা অর্জন করে কোন লাভ হবে না। তোমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে, পরিবারকে আলোকিত করে এরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে।