নিজস্ব প্রতিবেদক : দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। সোমবার ৩ জুন সকালে উপজেলা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। দামুড়হুদার উপজেলার সকল শ্রেণীর মানুষ যাতে সেবা পাই তারজন্য আপনাদের কাজ করতে হবে। শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী করেছেন, আমি চুয়াডাঙ্গা ২ আসনের পরপর চারবার এমপি হয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫