নিজস্ব প্রতিবেদক : দর্শনা আকন্দবাড়ীয়া শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে কলেজের অধ্যক্ষ আল মামুন। অভিযোগের ২ ঘন্টার মধ্যে মালামার উদ্ধার সহ চোর আটক করেছে দর্শনা থানা পুলিশ। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (তেল পাম্প সংলগ্ন) শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে গত ৩০ মে দুপুর ১ টা থেকে ৩১ মে সকাল ১০ ঘটিকার মধ্যে যে কোনো সময় শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এর অফিস রুমের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা ১ (এক) টি SkyView কম্পিউটার পিসি, যাহার মূল্য-৩০ হাজার টাকা ও ১ (এক) টি LG কম্পিউটার মনিটর, যাহার মূল্য-১২ হাজার টাকা, সর্বমোট-৪২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এবিষয়ে কলেজের অধ্যক্ষ আল মামুন দর্শনা থানায় একটি লিখত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা'র তত্ত্বাবধানে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ শামিম রেজা সহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ৪ জুন দুপুর ৩ ঘটিকার সময় জেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (তেল পাম্প সংলগ্ন) গ্রামস্থ মৃত্যু ফরজ আলীর ছেলে মোঃ শাওন হোসেন @ সোহান হোসেন (২৮) আটক করে পুলিশ। এসময় তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ১ (এক) টি SkyView কম্পিউটার পিসি ও ১ (এক) টি LG কম্পিউটার মনিটর। বর্নিত ঘটনায় দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।