জাহাঙ্গীর আলম : “রাষ্ট্রায়ত্ত্ব শিল্প” ক্যাটাগরিতে কেরু অ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। জাতীয় পর্যায়ে ন্যাশনাল প্রডাকটিভিটি এ্যাণ্ড কোয়ালিটি এ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কার গ্রহন করেছেন বাংলাদেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী ভারি শিল্প প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। শনিবার ৮ জুন ফরেন সার্ভিস একাডেমি, রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, ২২ বেইলি রোড, ঢাকা-১০০০ থেকে এ পুরস্কার গ্রহন করেন এমডি মোহাম্মদ মোশারফ হোসেন। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২ এর সনদ ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ মেসবাহুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্টর, ফরেন সার্ভিস একাডেমি রাষ্ট্রদূত মাফী বিনতে শামসু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম প্রমুখ। কেরু এন্ড কোম্পানি বাংলাদেশে লিমিটেড পুরস্কার প্রাপ্তিতে কেরুর শ্রমিক ও কর্মচারিদের মধ্যে বইছে আনন্দের জোয়ার সেইসাথে শিল্প মন্ত্রণালয় ও বিএসএফআইসি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি রইল কৃতজ্ঞতা ও গভীর ভালোবাসা জানিয়েছেন। এবিষয়ে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের শ্রমিক-কর্মচারি ফেডারেশনের সভাপতি ও কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদের রহমান মাসুদ বলেন রাষ্ট্রায়ত্ত্ব শিল্প” ক্যাটাগরিতে কেরু অ্যান্ড কোম্পানীকে পুরষ্কার প্রাপ্ত করার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ বিএসএফআইসি সহ সংশ্লিষ্ট সককে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। তিনি আরো বলেন কেরু এন্ড কোম্পানি একটি ঐতিহ্যবাহী লাভজনক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে প্রতি বছর এ পুরস্কারে ভূষিত হয়। আমরা চায় কেরু চিনি কল আরো উত্তর উত্তর সমৃদ্ধি হোক। তিনি জানান কেরু এন্ড কোম্পানি ইতিমধ্যে আধুনিকায়ন কাজ চলছে ও ডিস্টিলারির অটোমিশনের কাজ পরিক্ষামূলক চলছে আশা করছি এসব কাজ শেষ হলে আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।