নিজস্ব প্রতিবেদক : একাধিক মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামী দর্শনার হিমেল নামের একজনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। ১০ জুন ঢাকা কাকরাইল থেকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে গতকাল সোমবার থানার এসআই সোহেল রানা, এএসআই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন ঢাকা কাকরাইল এলাকায়। এ অভিযানে তিনটি সিআর সাজা ও একটি সিআর সহ মোট চারটি পরোয়ানাভূক্ত দীর্ঘদিনের পলাতক আসামী ইনামুল হক ওরফে হিমেলকে (৩৬) গ্রেফতার করেন । গ্রেফতারকৃত আসামী ইনামুল হক ওরফে হিমেল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাগানপাড়ার আব্দুল হামিদের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়,, সে সিআর-৪২৯/১৯, এসসি-১২২২/১৯, প্রসেস নং-৮০/২০ (সাজা প্রাপ্ত), সিআর-১২৪/২১, টিআর-৪৪/২৩, প্রসেস নং-১০৪/২৩ (সাজা প্রাপ্ত), সিআর-১৬৬/২১, টিআর-২৪২/২২, প্রসেস নং-৭৯/২৩ (সাজা প্রাপ্ত), ৩টি সিআর সাজা এবং সিআর-১৭৫/২১ (দামুড়হুদা), প্রসেস নং-২৬৪/২১, ১টি সিআর সহ সর্বমোট চারটি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫