প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৪, ১:৪০ পি.এম
কেরুর মৌসুমি কর্মচারি ইউসুফের বিষপানে মৃত্যু : আত্নহত্যা নিয়ে নানা রকম প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক : কেরু'র মৌসুমি কর্মচারি ইউসুফ আলী নামে এক জন বিষপান করে আত্মহত্যা করেছে। তার এই আত্নহত্যা নিয়ে উঠেছে নানা রকম প্রশ্ন! রবিবার ৩০ জুন দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে দর্শনা কেরু চিনিকলের কারখানা বিভাগের একজন কর্মচারি ছিলেন। তার এই রহস্য জনকভাবে আত্মহত্যার মুল কারণ নিয়ে দেখা দিয়েছে নানা রকম প্রশ্ন। আর্থিক লেনদেন সহ বেশ কয়েকটি কারণে আগেরদিন বাড়িতে পারিবারিক কলহ হওয়ার কারণে ঘাসমারা ঔষধ খেয়ে তিনি আত্নহত্যার চেস্টা করেন বলে এলাকাবাসিরা জানান। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, দর্শনা হিজলগাড়ি গ্রামের তোরাব আলির ছেলে স্হানীয় সংগ্রাম হোটেল মালিক ও কেরু চিনিকলের কারখানা বিভাগের ম্যাংগাপ্যান হেলফার ইউসুফ রানা (৫০) দীর্ঘদিন মৌসুমি কর্মচারি হিসেবে কারখানায় নিয়োগ প্রাপ্ত ছিলেন। এ বছর মিল কতৃপক্ষ মৌসুমি থেকে স্হায়ী করনের সার্কুলার দিলে অন্যান্যদের সাথে তিনিও স্হায়ী করনের আবেদন করেন ও পরীক্ষায় অংশ নিয়ে পরিক্ষা দেন। ১০৪ জন পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্যে ইউসুপ রানার নাম থাকার কথা ছিল। এলাকাবাসি ও পরিবারের লোকজনের অভিযোগে জানা যায় এনজিও থেকে ঋন,নিজস্ব হোটেল ও পরিবার থেকে বেশ কিছু টাকা চাকরির জন্য দেয়া হয়েছিল বলে আলোচনায় উঠে আসে। চাকরির অপেক্ষামান তালিকায় ইউসুপ রানার নাম আছে বলে কেউ কেউ প্রতিশ্রুতি দিয়ে আসছিল। গত দেড়মাস অতিবাহিত হলেও চাকরি তো দুরের কথা চাকরিতে দেওয়া টাকাও ইউসুপ রানা ফেরত পায়নি বলে পরিবারের লোকজন জানান। দিনে দিনে ঋনের বোঝা বাড়তেই থাকে। ফলে নানা ধরনের ঝামেলা ও যন্ত্রনা নিয়ে গত দু তিন দিন ধরে তার বাড়িতে পারিবারিক কলহের সৃষ্টি হয়। নানান যন্ত্রণায় ইউসুপ রানা সহ্য করতে না পেরে শনিবার সকালে সবার অজান্তে বাড়ির পাশে মাঠে গিয়ে ঘাসমারা কিটনাশক (বিষ) পান করে। পরিবারের লোকজন ও স্হানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্হার অবনতি হলে রবিবার ভোরে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। বেলা সাড়ে ১১ টার দিকে সে মারা যায়। কেরু'র মহা ব্যাবস্হাপক (কারখানা) সুমন কুমার জানান ইউসুপ রানা কারখানার মৌসুমি কর্মচারি ছিলেন ও স্হায়ী করনের বিষয়ে সে পরিক্ষায় অংশ নিয়েছিল। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান কেরু'র কর্মচারি ইউসুপ রানার বিষয়ে রাজশাহী মেডিকেল থেকে আমাদের একটি ম্যাসেজ দিয়েছিল,মৃত্যুটি স্বাভাবিক নয়,আমরা একটি মামলা করে স্থানান্তর করে রাজশাহী পাঠিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়ার কথা বলা হয়েছে।
www.dailygrambarta.com