নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ'র) গুলিতে আজমুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫ টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা। আহত আজমুল হোসেনকেবিএসএফ সদস্যরা উদ্ধার করে শাক্তিনগর হাসপাতালে ভর্তি করেছে। আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। সূত্রে জানা গেছে, আহত অবস্থায় আজমুলকে উদ্ধারের পর ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে বিএসএফ। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফ'র গুলিতে আজমুল হোসেন নামে এক যুবকের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫