জাহাঙ্গীর আলম : আগামী ২০ জুলাই গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন। এ নির্বাচনে আগামীকাল ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে প্রচার-প্রচারণা । এদিন সকাল ৮টার পর আর কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এদিকে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনি উত্তাপও বাড়ছে। বুধবার সন্ধারপর গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির সভাপতি প্রার্থী মোঃ তৌহিদুজ্জামান শিমুল হারিকেন প্রতীকের বিশাল মিছিল বের করেন। মিছিলটি পুরা মিলগেট এলাকায় হারিকেন হারিকেন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। এদিকে কোনো সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এই নির্বাচনে ২৩ টি পদের অনুকূলে ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এবং সকল প্রার্থী নিজ নিজ প্রতিক নিয়ে রাত দিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ হাসি কে হাসবেন এখন শুধু দেখার পালা। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী, জাহিদুল ইসলাম জাহিদ (ছাতা প্রতীক) ও তৌহিদুজ্জামান শিমুল (হারিকেন প্রতীক)। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছে ৩ প্রার্থী। তারা হলেন,মো.সোহেল আহমেদ (টেলিভিশন) মো.সিরাজুল ইসলাম, (প্রজাপতি) ও মো.বিল্লাল হোসেন (হাতপাখা), সহ-সভাপতি পদপ্রার্থী মো.মাসুদ রানা (ঘুড়ি),মো.হানিফ (কুলা) মো.রুহুল আমিন (বৈদ্যুতিক ফ্যান), মো. মাসুদ (মই), মো.মুস্তাফিজুর রহমান (টেলিফোন),মো.বিল্লাল হোসেন(দেওয়াল ঘড়ি), মো.মিন্টু মিয়া ও ইকবাল হোসেন বাদল। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছে ২ জন প্রার্থী তারা হলেন, মনির হোসেন (চেয়ার) ও দীন মোহাম্মদ নীল মিয়া ( খেজুর গাছ)। যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নির্বাচন করে,শাহাদাত হোসেন (বাঘ) ও ওমর ফারুক (মোমবাতি)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন, দেলোয়ার হোসেন (ট্রাক), ফারুক জোয়ারদার (গাভী),মো.সোহাগ ভান্ডারী ও মো. ইসাক। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন, ইউসুফ হোসাইন (চাকা) ও মো.মিজানুর রহমান কিরণ (মাচ)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ৩ জন প্রার্থী এরা হলেন মো.জামাল উদ্দিন (মোবাইল ফোন),আবু সাঈদ(দাঁড়িপাল্লা), সাইফুল ইসলাম (কাঁঠাল)। অর্থ বিষয়ক সম্পাদক পদের জন্য লড়ছেন ২ প্রার্থী,এরা হলেন আলমগীর হোসেন (আম) ও আব্দুল গাফফার(কলস) দপ্তর সম্পাদক পদে লড়ছেন আব্দুল আলিম বাদশা (আনারস) ও মো.বাবুর হোসেন বাবু (বই) প্রচার সম্পাদক পদের লড়ছেন, মনির পাঠান (হরিণ) ও মো.রহমত উল্লাহ (মোরগ), ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন ২ প্রার্থী। এরা হলেন নাজমুল আলম রিপন (ফুটবল) ও মনির মিয়া (ঢোল), সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেছে মো.রাজু মিয়া (ঘোড়া) ও মো.আমির হোসেন (একতারা)। ধর্ম সম্পাদক পদে আবু মাসুদ (আপেল) ও মেহেদী হাসান (টুপি)। কার্যকারী সদস্য পদে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে তিন প্রার্থী। এরা হলেন, মো.ইমরান (কাপ পিরিস), মোঃ মোহর আলী(বালতি),মোঃ আলমগীর (স্টিয়ারিং) ও নুর ইসলাম সুমন(হর্ণ) প্রতীকে নির্বাচন করছে।