নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ আগস্ট) সকালে আগুনের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে (ঢাকা মেট্টো-ট-১৮-২২৪৪) আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫