নিজস্ব প্রতিবেদক : বেতন বৈষম্য নিরসন, চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি’। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা আন্দোলন থেকে সরে গেছে। বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সংগঠনের সভাপতি লাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রাম পুলিশদের আজ হাসিমুখে সেনাবাহিনীর সঙ্গে হাত মেলাতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫