নিজস্ব প্রতিবেদক : "কৃষিই সমৃদ্ধি" শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জিরাট গ্রামে আধুনিক চাষাবাদ কলাকৌশলের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উত্তম কৃষি চর্চা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে জিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা। সভাপতিত্ব করেন মিডিয়াকর্মী ওয়াহিদুজ্জামান সোহাগ।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মমরেজ আলী, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। উঠান বৈঠকে উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কৃষি কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫