নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে নাসির গ্লাসের একটি চুল্লির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার সীমান্তবর্তী নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুল্লি থেকে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি আরো জানান, কারখানার ভেতরে গ্লাস তৈরির কাঁচামাল চুল্লিতে উচ্চ তাপমাত্রায় গলানো ও জমানোর কাজ হয়। ওই চুল্লির একটি প্লেট সরে গিয়ে উচ্চ মাত্রায় গলানো কাঁচামাল লাভার মতো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সেখান থেকে সৃষ্ট আগুন ফ্লোর ও শেডে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার প্রকৌশলীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫