নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিছ ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশিস কুমার বসু এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান সহ বিভাগীয় স্টাফ আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আটক করা হয় আলমডাঙ্গা স্টেশনপাড়ার আখতার হোসেনের স্ত্রী মাদক কারবারি মোছাঃ হাসি খাতুন কে (৫০) তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪০ পিছ ট্যাপেন্টা ট্যাবলেট। উক্ত গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। এদিকে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে আটক করা হয় আলমডাঙ্গা স্টেশনপাড়ার আফহাল উদ্দিনের ছেলে মাদক কারবারি মোঃ সামাদ আলী কে (৩৫) তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ পিছ ট্যাপেন্টা ট্যাবলেট। উক্ত গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫