নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানার আগুন গত রাতে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভেছে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে। টানা প্রায় ৩২ ঘণ্টা ধরে জ্বলেছে ছয় তলা ভবনটি। এতে ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া কারখানার ৬ তলা একটি ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘ চেষ্টার পর আপাতত ফ্লেম (অগ্নিশিখা) ডাউন (নেভানো) করা সম্ভব হয়েছে। কিন্তু এখনো ভবনের ভেতরে হিট (উত্তাপ) আছে। অল্প অল্প করে আগুন জ্বলছে। ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে। ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না। নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল। এদিকে এ ঘটনায় অন্তত ১৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজদের মধ্যে কয়েকজন নারীর নামও পাওয়া গেছে। তাদের প্রাথমিক একটি তালিকাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, নিখোঁজদের কেউ কারখানাটির কর্মী নন। সবাই আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা লুটপাটের সময় ভবনটির ভেতরে ছিলেন, কিন্তু আগুন লাগার পর বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। টায়ার কারখানার মালিক সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়ার পরপর রূপসীতে মিছিল শুরু হয়। এরপর কারখানা ডুকে লুটপাট করে আগুন দেয় দুর্বৃত্তরা। ২১ ঘণ্টা পর সে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। যদিও আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫