টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সেলিম মিয়া (৩০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাত দুইটায় কেরানিরটেক বস্তি এলাকার বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। নিহত সেলিম নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিলাল হোসেনের ছেলে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের ছোট ভাই শামিম জানান, রনি, আকাশ, খোকন ও রায়হানের সাথে খুটিনাটি বিষয় নিয়ে আমার ভাইয়ের মনমালিন্য ছিলো। ভোর রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে টঙ্গীর কেরানিটেক জনৈকা আকলির ঘরের সামনে ফাঁকা জায়গায় উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ভাইয়ের হত্যার বিচার দাবি করছি। ঘটনার সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, একটি খুন হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫