নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে ১১ দফা দাবি নিয়ে পিপলস্ সিরামিক্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর শ্রমিকরা রাস্তা অবরোধ করে অন্দোলন ও কর্মবিরতি ঘোষনা করেছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জ্যাম লেগে চলাচলকারী সকল পরিবহন ও যাত্রিদের ভোগান্তিতে পড়তে হয়েছে। রোববার ১ সেপ্টেম্বর সকাল থেকে টঙ্গীর শিল্প এরিয়া মিলগেট সংলগ্ন পিপলস্ সিরামিক্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর কারখানার সামনে মহাসড়কে শ্রমিকরা এই আন্দোলন করে। দ্রব্যমূল্য ও জীবন যাপনের ব্যয় বিবেচনা করে রাজপথে বৈষম্য বিরোধী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের পূর্ণ দাবিগুলো তুলে ধরেছে। আন্দোলনকারী একজন শ্রমিক বলেন আমরা ১১ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমরা দির্ঘদিন বৈষম্যের স্বীকার হচ্ছি আমাদের ২০১৫ সালের মুজুরি কমিশনের যে কথা ছিলো সেটা ছলোনাময় করে বুঝিয়ে এখনো কার্যকর করা হয়নি। ২০১৫ সাল থেকে এরিয়া বিল দেওয়ার কথা ছিলো সেটাও দেওয়া হইনি। আমাদের ডেইলি হাজিরা সামান্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের দাবি সর্বনিম্ন ডেইলি হাজিরা ৫'শ করতে হবে। কথায় কথায় আমাদের চাকরিচ্যুত করা হয়। আমাদের কাছ থেকে হাজিরা কর্তন করা হয় তিনি আরো বলেন মালিক নিজে আমার হাজিরা কেটে নিয়েছে। আমাদের বেতন কিছুটা বৃদ্ধি করার কথা বলেছে তাও ৩ মাস পরে কার্যকর করা হবে বলে জানিয়েছে। বেতন বাড়ানোর কথা বলে কানাডা, আমেরিকা চলে যায় এখান আসলে বেতন বাড়ানোর আর কোনো কথা থাকে না। আমাদের শ্রমিক ইউনিয়ন আছে আমাদের কাছ থেকে ২০ টাকা করে কাটা হয় কিন্তু কোনো শ্রমিকের সমস্যা হলে তাদের পিচনে একটাকা খরচ করা হয় অতএব এসব অবৈধ শ্রমিক সংগঠন মানি না, অবিলম্বে এই শ্রমিক সংগঠন বাতিল করতে হবে। আরেক শ্রমিক বলেন, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরমে, শ্রমিকরা দুই বেলা ভাত জোটাতে পারছে না। এ স্বল্প বেতনে অসুস্থ হলে চিকিৎসা করাতে পারছেনা। আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি । শ্রমিদের ১১ দফা দাবি গুলো হচ্ছে ২০১৫ সালের মজুরি কমিশন কার্যকর করতে হবে, ২০১৫ সাল থেকে এরিয়া বিল কার্যকর করতে হবে, কোন ইনক্রিমেন্ট কর্তন করা যাবে না, সকল ডেইলী শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৫৫০/-টাকা করতে হবে এবং কোন বৈশম্য করা যাবে না, এই পাতানো ইউনিয়ন বাতিল করতে হবে এবং প্যানেল ভিত্তিক নির্বাচন দিতে হবে, বাধ্যতামূলক নূর মোহাম্মদ, মিলক শেখ, কবিরুল আলম, লেহাজ উদ্দীন মোল্লা, জিল্লুর রহমান, এ,জি,এম মাহবুব ৬ জনের পদত্যাগ করতে হবে, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, অন্যায় ভাবে কোন শ্রমিককে পূর্বেরন্যায় কথায় কথায় ডিসমিস ও চাকুরীচ্যুত করা যাবে না, ১২০ কার্য দিবসের মধ্যে সকল শ্রমিকদের রেজেন্ট একসেপ্ট করতে হবে এবং যে সকল শ্রমিকদের রেজেন্ট দেওয়া আছে অনতিবিলম্বে দ্রুত কার্যকর করতে হবে, সকল শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে, নাইট এলাউন্স, হিট এলাউন্স, হেভিওয়েট এলাউন্স দিতে হবে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কোন শ্রমিকদের ডিসমিস ও চাকুরীচ্যুত করা যাবে না, এই প্রতিশ্রুতি দিতে হবে। শেষ খবর পাওয়া দুপুর ২ টা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।