নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায়, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রজনতা ও বন্যায় নিহতদের রুহের মাগফিতার কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার বিকালে টঙ্গীস্থ মহানগর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সরকারের নিজ বাসভবনে টঙ্গী পূর্ব ও পঞ্চিম থানা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ইসমাইল শিকদার বসু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সভাপতি সালাহ উদ্দিন সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাফত জোসেন, লিয়াকত আলীর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন ইসমাইল শিকদার বসূ, শেখ মোঃ আলেক, জসিম উদ্দিন, নূর মোহাম্মদ, কসিম উদ্দিন, আমিনুল ইসলাম লিটু, জসিম উদ্দিন দেওয়ান, এ্যাড: সাব্বির, যুবদল নেতা এসএম রাসেল, আলী, জহির উদ্দিন, জহির হোসেন, এসএম জাহাঙ্গীর, আঃ কাদির, আবু তাহের, আল-আমিন, সাইফুল হোসেন মৃধা, হারিস মৃধা, শেখ ইব্রাহিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫