কর্তৃত্ব
নিলুফার লিনা
এই পৃথিবীর কিছু মানুষ,
কেমন জানি হয়?
কথায় কথায় শাসন করে,
অবহেলায় পিষে দিয়ে,
কর্তৃত্বের বড়াই করে,
অন্য মনে কষ্ট দিয়েও
কেমন টিকে রয়।
সত্যি বলছি এই পৃথিবীর
কিছু মানুষ কেমন জানি হয়?
কর্তৃত্ব করো যখন জানো তো নিশ্চয়ই
হৃদমাঝারে কষ্ট দিয়ে।
চোখের জলের কারন হয়ে
কোন কিছুই কোনদিনই হাসিল নাহি হয়।
সত্যি বলছি এই পৃথিবীর কিছু মানুষ
কেমন জানি হয়?
যুগের পর যুগ চলেছে
বিপ্লবেরি ঢেউ উঠেছে
সভ্যতারি জয় হয়েছে
কত শত বার।
তবু কেন মানুষ গুলোর
চিত্ত থেকে নিকষকালো
ভাবনাগুলো পুড়ে পুড়ে
ছাই হলো না আর?
সত্যি বলছি এই পৃথিবীর কিছু মানুষ
কেমন জানি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫