নিজস্ব প্রতিবেদক : দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চারুলীয়া গ্রামের খা পাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা হাজী নুর ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা হাজী নুর ইসলাম আনাসার ভিডিপির অবসরপ্রাপ্ত আ্যাডজুডেন ছিলেন। নাটুদা ইউনিয়নের চারুলীয়া গ্রামের খা পাড়ার মোয়াজ্জেম মাষ্টারের ছেলে। তিনি দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে রেখে গিয়েছেন। নাটুদা ইউনিয়নের চারুলীয়া গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম ঢাকাতে চিকিৎসা জন্য ছেলের বাসায় ছিলেন এবং ঢাকাতেই তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে গ্রামে চলছে শোকের মাতম। তার একমাত্র ছেলে বর্তমানে জাপানে আছে। আজ শনিবার দুপুরে ঢাকায় পৌঁছাতে পারে তার পর জানতে পারবো কখন লাশ গ্রামে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫