নিজস্ব প্রতিবেদক : গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দেশ পূর্ণ গঠন, রাষ্ট্রসংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাস নির্মূলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় হোটেল শাহিদ প্যালেসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এসময় উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।