মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা (দর্শনা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় দামুড়হুদা থানা উলামা বিভাগের উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় দর্শনা অডিটরিয়ামে অনুষ্টিত জামায়াতে ইসলামীর দামুড়হুদা উলামা বিভাগের আয়োজনে দর্শনা থানা উলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও উপজেলা থানা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আঃ খালেকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমীর, জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা- আসনের এমপি প্রার্থী, আইনজীবি মোঃ রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আমীর মোঃ রুহুল আমিন বলেন,নিজের ঘুমিয়ে থাকা চেতনাকে ভুলে যেয়ে সকলে মিলে এক আল্লাহর পথে সবাই চলবো।সকলে একসাথে এগিয়ে গেলে পুনরুদ্ধার গনতন্ত্র হারিয়ে যাবেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য, জেলা নায়েবে আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কাদের, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও লোকমান হোসেন, সেক্রেটারি মাও হাফিজুর রহমান,দামুড়হুদা থানা সেক্রেটারি মাওঃ আঃ গফুর,দামুড়হুদা থানা আমীর মো নায়েব আলী, মাও মাজাহারুল ইসলাম,মাওঃ আবু জার গিফারী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫