নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি বাজার এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পর পোড়াবাড়ি ও আশপাশের বেশ কয়েকটি এলাকার লোকজন মাজার ভাঙচুর করে গুড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে মাজারের আশপাশের এলাকার বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ আলেম-ওলামারা ভেকু দিয়ে মাজারটি ভাঙচুর করেন। হামলাকারীরা বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় মাজারের পীর খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যান। পরে সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাঙচুরকারীদের দাবি, মাজারটি ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায় পরিণত হওয়ায় তারা এটি ধ্বংস করেছে। তবে মাজারপন্থীদের দাবি, এই মাজারে শরীয়াহ বিরোধী কাজকর্ম হতো না। ভক্তদের কাছ থেকে পাওয়া মাজারের টাকায় একটি মসজিদ পরিচালনা, মাদ্রাসায় অর্থ দেওয়াসহ অসহায় মানুষদের সহায়তা করা হয়। মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা হামলা করে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫